WBSSC Group C & D GK Current Affairs in Bengali -
জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর বাংলা
WBSSC (West Bengal Staff Selection Commission) Group C এবং D Post জন্য প্রস্তুতি শুরু করার সময়। এই পরীক্ষায় সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনার উপর ভালো দক্ষতা থাকা জরুরি। কারণ, পরীক্ষার অনেক অংশেই GK এবং Current Affairs প্রশ্ন থাকে যা প্রতিযোগীদের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
২০২৫ সালের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ জ্ঞান কিছু থেকে প্রশ্ন-উত্তর আপনাদের সুবিধার জন্য নিচে দেওয়া হলো।
1. ভারতীয় হিসেবে "দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির" বিরাট কোহলির রেকর্ড কে ভেঙেছেন?
উত্তর: হরমনপ্রীত কৌর
2. "হ্যালির ধূমকেতু" প্রতি কত বছরে একবার দৃশ্যমান হয়?
উত্তর: ৭৬ বছর
3. কোন লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রকে "ভারতের রুর" বলা হয়?
উত্তর: দুর্গাপুর
4. ভারতের কোন রাজ্যে 'প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর' কারণে শীতকালীন বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ু
5. "Tiger Triumph 2025" নামের যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে?
উত্তর: আমেরিকা
6. ১৯২৯ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের "লাহোর অধিবেশনের" সভাপতি কে ছিলেন?
উত্তর: জওহরলাল নেহেরু
7. বর্তমান "ISRO" এর চেয়ারম্যানের নাম কী?
উত্তর: এস সোমনাথ
8. দিল্লির "প্রথম মহিলা শাসক" কে ছিলেন?
উত্তর: রাজিয়া সুলতান
9. হরপ্পা প্রত্নস্থল ‘মান্ডা’ কোন নদীর তীরে অবস্থিত ছিল?
উত্তর: চেনাব
10. ‘কাদম্বরী’ কার রচনা?
উত্তর: বাণভট্ট
11. ২০২৬ সালে "এশিয়ান গেমস" কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: জাপান
12. নিচের কোন দেশটি "OPEC" এর সদস্য নয়?
উত্তর: ব্রাজিল
13. "আলবেনিয়ার রাজধানী" হল ______।
উত্তর: তিরানা
14. ______ হল "হ্যালোজেন শ্রেণির" একটি মৌল।
উত্তর: ফ্লোরিন
15. টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে "১০০ উইকেট" নেওয়া প্রথম ভারতীয় বোলার কে হয়েছেন?
উত্তর: যুজবেন্দ্র চাহাল
16. "অনুশীলন সমিতির" প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রমথনাথ মিত্র
17. ভারতের সংবিধানে নিম্নলিখিত কোনটি ‘মৌলিক অধিকার’ নয়?
উত্তর: সম্পত্তি অর্জনের অধিকার
18. "রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের" সদস্যদের কে নিয়োগ করেন?
উত্তর: রাজ্যপাল
19. অর্থনীতিতে "GDP"এর পূর্ণরূপ হল ______।
উত্তর: Gross Domestic Product
20. ভারত সরকারের "মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা" হলেন ______।
উত্তর: অ্যাটর্নি জেনারেল
21. "বিধান পরিষদের" সদস্যপদ লাভের জন্য সর্বনিম্ন বয়সসীমা ______।
উত্তর: ৩০ বছর
22. "রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার" প্রতীকে নিম্নলিখিত কোন প্রাণীটি উপস্থিত?
উত্তর: বাঘ
23. "দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি" কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল?
উত্তর: পি সি মহলানবীশ মডেল
24. "পণ্য ও পরিষেবা কর" (GST) ভারতে প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী?
উত্তর: অরুণ জেটলি
25. ভিটামিন "D"-এর রাসায়নিক নাম হল
উত্তর: ক্যালসিফেরল
26. "কোণের" একক কী?
উত্তর: রেডিয়ান
27. "ক্লোরোফিল" সাধারণত কোথায় থাকে?
উত্তর: ক্লোরোপ্লাস্ট
**Mock Test এর জন্য নিচের দেওয়া লিংক-এ ক্লিক করুন।
WB SSC Group C and D Mock Test Part - 01