WBSSC Group C & D GK and Current Affairs in Bengali
WBSSC (West Bengal Staff Selection Commission) Group C এবং D Post জন্য প্রস্তুতি শুরু করার সময়। এই পরীক্ষায় সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনার উপর ভালো দক্ষতা থাকা জরুরি। কারণ, পরীক্ষার অনেক অংশেই GK এবং Current Affairs প্রশ্ন থাকে যা প্রতিযোগীদের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
সাধারণ জ্ঞান অংশটি পরীক্ষায় প্রায় 15-20 টি প্রশ্ন এসে থাকে। এতে রাজ্য, দেশ ও আন্তর্জাতিক ঘটনাবলী, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসে। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাবলী যেমন রাজ্য ও দেশের রাজনৈতিক পরিবর্তন, বড় পরিকল্পনা, নতুন নীতি, উল্লেখযোগ্য অর্জন এবং বিশ্বায়নের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৫ সালের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ জ্ঞান কিছু থেকে প্রশ্ন-উত্তর আপনাদের সুবিধার জন্য নিচে দেওয়া হলো।
১. জুন ২০২৫-এ প্রকাশিত "The One: Cricket, My Life and More" কার আত্মজীবনী?
Answer: B. শিখর ধাওয়ান
২. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হল -
Answer: B. নীলগিরি
৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে 'সংবিধানের আত্মা' বলে অভিহিত করেছেন?
Answer: D. ঠাকুরদাস ভার্গব
৪. কারাকাস কোন দেশটির রাজধানী?
Answer: B. ভেনিজুয়েলা
৫. ২০১১ সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন?
Answer: D. অরুণাচল প্রদেশ
৬. কে "ফ্রেঞ্চ ওপেন ২০২৫" এর একক পুরুষ শিরোপা জিতেছেন?
Answer: C. কার্লোস আলকারাজ
৭. চতুর্থ বৌদ্ধ সমিতির সম্মেলন হয় কার আমলে?
Answer: C. কনিষ্ক
৮. ঘূর্ণিঝড় 'বিপর্যয়' নামকরণ করেছে নিচের কোন দেশ?
Answer: C. বাংলাদেশ
৯. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day)?
Answer: A. ৩রা মার্চ
১০. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন?
Answer: A. থাইরক্সিন
১১. শব্দের বিস্তার সম্পর্কে কোন তথ্যটি নির্ভুল?
Answer: D. গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম
১২. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
Answer: C. নর্মদা
১৩. ২০২৪ সালের 'বুকার পুরস্কার' কে জিতেছেন?
Answer: A. সামান্থা হার্ভে
১৪. কফি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য শীর্ষে অবস্থান করে?
Answer: C. কর্নাটক
১৫. ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের বর্তমান সদস্য সংখ্যা হল -
Answer: D. ২৪৫
১৬. কোন ভারতীয় শহর 'উৎসবের শহর' নামে পরিচিত?
Answer: C. মাদুরাই
১৭. যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলে?
Answer: C. আইসোবার
১৮. ২০১১ সালে ICC ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল?
Answer: C. মুম্বাই
১৯. নাইট্রোজেনঘটিত অজৈব রাসায়নিক সার হল -
Answer: B. অ্যামোনিয়াম সালফেট
২০. একটি আদর্শ ভোল্টমিটারের রোধ -
Answer: B. অসীম হওয়া প্রয়োজন
২১. দিল্লির কোন সুলতান চৌগান খেলতে গিয়ে মারা যান?
Answer: D. কুতুবউদ্দিন আইবক
২২. নিচের কে ২০২৫ সালে ICC চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে?
Answer: A. ভারত
২৩. নিচের কে SEBI এর বর্তমান চেয়ারম্যান?
Answer: B. তুহিনকান্ত পান্ডে
২৪. নিচের কোনটি হলো ভারতীয় পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশন?
Answer: A. বাজেট অধিবেশন
২৫. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল?
Answer: D. ১৭৬১ খ্রিস্টাব্দে
২৬. নিচের কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন?
Answer: B. আকবর
২৭. নিচের কে ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি RBI এর গভর্নর ছিলেন?
Answer: C. ডঃ মনমোহন সিং
২৮. নিচের কে কপিলাবস্তু নগরের উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন?
Answer: B. গৌতম বুদ্ধ
২৯. সিন্ধু সভ্যতায় কোন স্থানে বৃহৎ স্নানাগার রয়েছে?
Answer: A. মহেঞ্জোদারো
৩০. লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
Answer: C. গোমতী নদী