WBSSC Group C & D GK and Current Affairs in Bengali

WBSSC Group C & D GK and Current Affairs in Bengali

wbssc-group-c-d-gk-and-current-affairs-pdf-download-in-bengali

WBSSC (West Bengal Staff Selection Commission) Group C এবং D Post জন্য প্রস্তুতি শুরু করার সময়। এই পরীক্ষায় সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনার উপর ভালো দক্ষতা থাকা জরুরি। কারণ, পরীক্ষার অনেক অংশেই GK এবং Current Affairs প্রশ্ন থাকে যা প্রতিযোগীদের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

সাধারণ জ্ঞান অংশটি পরীক্ষায় প্রায় 15-20 টি প্রশ্ন এসে থাকে। এতে রাজ্য, দেশ ও আন্তর্জাতিক ঘটনাবলী, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসে। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাবলী যেমন রাজ্য ও দেশের রাজনৈতিক পরিবর্তন, বড় পরিকল্পনা, নতুন নীতি, উল্লেখযোগ্য অর্জন এবং বিশ্বায়নের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫ সালের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ জ্ঞান কিছু থেকে প্রশ্ন-উত্তর আপনাদের সুবিধার জন্য  নিচে দেওয়া হলো।


১. জুন ২০২৫-এ প্রকাশিত "The One: Cricket, My Life and More" কার আত্মজীবনী?
A. বিরাট কোহলি
B. শিখর ধাওয়ান
C. রোহিত শর্মা
D. মহেন্দ্র সিং ধোনি
Answer: B. শিখর ধাওয়ান
২. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হল -
A) আনাইমালাই
B) নীলগিরি
C) সাতপুরা
D) কাঞ্চনজঙ্ঘা
Answer: B. নীলগিরি
৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে 'সংবিধানের আত্মা' বলে অভিহিত করেছেন?
A) কে এম মুন্সি
B) ডঃ রাজেন্দ্র প্রসাদ
C) ডঃ বি আর আম্বেদকর
D) ঠাকুরদাস ভার্গব
Answer: D. ঠাকুরদাস ভার্গব
৪. কারাকাস কোন দেশটির রাজধানী?
A) ইকুয়েডর
B) ভেনিজুয়েলা
C) ফিলিপিন্স
D) পেরু
Answer: B. ভেনিজুয়েলা
৫. ২০১১ সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন?
A) আসাম
B) মিজোরাম
C) সিকিম
D) অরুণাচল প্রদেশ
Answer: D. অরুণাচল প্রদেশ
৬. কে "ফ্রেঞ্চ ওপেন ২০২৫" এর একক পুরুষ শিরোপা জিতেছেন?
A) আরিনা সাবালেঙ্কা
B) এমা রাডুকানু
C) কার্লোস আলকারাজ
D) নাওমি ওসাকা
Answer: C. কার্লোস আলকারাজ
৭. চতুর্থ বৌদ্ধ সমিতির সম্মেলন হয় কার আমলে?
A) অশোক
B) হর্ষবর্ধন
C) কনিষ্ক
D) শশাঙ্ক
Answer: C. কনিষ্ক
৮. ঘূর্ণিঝড় 'বিপর্যয়' নামকরণ করেছে নিচের কোন দেশ?
A) শ্রীলঙ্কা
B) মায়ানমার
C) বাংলাদেশ
D) থাইল্যান্ড
Answer: C. বাংলাদেশ
৯. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day)?
A) ৩রা মার্চ
B) ১৪ই মার্চ
C) ২৫শে মার্চ
D) ২২শে মার্চ
Answer: A. ৩রা মার্চ
১০. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন?
A) থাইরক্সিন
B) অ্যাড্রিনালিন
C) গ্লুকাগন
D) ইনসুলিন
Answer: A. থাইরক্সিন
১১. শব্দের বিস্তার সম্পর্কে কোন তথ্যটি নির্ভুল?
A) শূন্য মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি
B) কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম
C) তরল মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার করে না
D) গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম
Answer: D. গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম
১২. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A) তাপ্তী
B) মাহি
C) নর্মদা
D) তুঙ্গভদ্রা
Answer: C. নর্মদা
১৩. ২০২৪ সালের 'বুকার পুরস্কার' কে জিতেছেন?
A. সামান্থা হার্ভে
B. ডেভিড ডিওপ
C. জর্জি গোসপোদিনভ
D. জেনি এরপেনবেক
Answer: A. সামান্থা হার্ভে
১৪. কফি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য শীর্ষে অবস্থান করে?
A) তামিলনাড়ু
B) কেরালা
C) কর্নাটক
D) আসাম
Answer: C. কর্নাটক
১৫. ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের বর্তমান সদস্য সংখ্যা হল -
A) ৫২২
B) ৫৫০
C) ২৫০
D) ২৪৫
Answer: D. ২৪৫
১৬. কোন ভারতীয় শহর 'উৎসবের শহর' নামে পরিচিত?
A) কলকাতা
B) জয়পুর
C) মাদুরাই
D) মুসৌরি
Answer: C. মাদুরাই
১৭. যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলে?
A) আইসোটোপ
B) আইসোটোন
C) আইসোবার
D) উপরের কোনটিই নয়
Answer: C. আইসোবার
১৮. ২০১১ সালে ICC ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল?
A) ভোপাল
B) চেন্নাই
C) মুম্বাই
D) আমেদাবাদ
Answer: C. মুম্বাই
১৯. নাইট্রোজেনঘটিত অজৈব রাসায়নিক সার হল -
A) ইউরিয়া
B) অ্যামোনিয়াম সালফেট
C) ট্রিপল সুপার ফসফেট
D) উপরের সবগুলি সঠিক
Answer: B. অ্যামোনিয়াম সালফেট
২০. একটি আদর্শ ভোল্টমিটারের রোধ -
A) শূন্য হওয়া প্রয়োজন
B) অসীম হওয়া প্রয়োজন
C) উৎসের রোধের সমান হওয়া উচিত
D) উপরের কোনটিই নয়
Answer: B. অসীম হওয়া প্রয়োজন
২১. দিল্লির কোন সুলতান চৌগান খেলতে গিয়ে মারা যান?
A) শামসুদ্দিন ইলতুৎমিশ
B) গিয়াসউদ্দিন বলবন
C) আলাউদ্দিন খলজি
D) কুতুবউদ্দিন আইবক
Answer: D. কুতুবউদ্দিন আইবক
২২. নিচের কে ২০২৫ সালে ICC চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে?
A) ভারত
B) অস্ট্রেলিয়া
C) নিউজিল্যান্ড
D) পাকিস্তান
Answer: A. ভারত
২৩. নিচের কে SEBI এর বর্তমান চেয়ারম্যান?
A) সুনীল আরোরা
B) তুহিনকান্ত পান্ডে
C) রাজীব কুমার
D) সুশীল চন্দ্র
Answer: B. তুহিনকান্ত পান্ডে
২৪. নিচের কোনটি হলো ভারতীয় পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশন?
A) বাজেট অধিবেশন
B) বর্ষাকালীন অধিবেশন
C) শীতকালীন অধিবেশন
D) উপরের কোনোটিই নয়
Answer: A. বাজেট অধিবেশন
২৫. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল?
A) ১৮৫৭ খ্রিস্টাব্দে
B) ১৭২৬ খ্রিস্টাব্দে
C) ১৭৫৭ খ্রিস্টাব্দে
D) ১৭৬১ খ্রিস্টাব্দে
Answer: D. ১৭৬১ খ্রিস্টাব্দে
২৬. নিচের কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন?
A) হুমায়ুন
B) আকবর
C) জাহাঙ্গীর
D) উপরের কোনোটিই নয়
Answer: B. আকবর
২৭. নিচের কে ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি RBI এর গভর্নর ছিলেন?
A) জওহরলাল নেহেরু
B) চৌধুরী চরণ সিং
C) ডঃ মনমোহন সিং
D) উপরের কোনোটিই নয়
Answer: C. ডঃ মনমোহন সিং
২৮. নিচের কে কপিলাবস্তু নগরের উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন?
A) বিম্বিসার
B) গৌতম বুদ্ধ
C) মহাবীর
D) সম্রাট অশোক
Answer: B. গৌতম বুদ্ধ
২৯. সিন্ধু সভ্যতায় কোন স্থানে বৃহৎ স্নানাগার রয়েছে?
A) মহেঞ্জোদারো
B) হরপ্পা
C) লোথাল
D) কালিবঙ্গান
Answer: A. মহেঞ্জোদারো
৩০. লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
A) সুবর্ণরেখা নদী
B) কাবেরী নদী
C) গোমতী নদী
D) গঙ্গা নদী
Answer: C. গোমতী নদী

*

Post a Comment (0)
Previous Post Next Post