WBSSC Physics MCQ Questions and Answers in Bengali | পদার্থবিজ্ঞান MCQ
![]() |
| Physics MCQ Questions and Answers |
- WBSSC Physics MCQ in Bengali
- WBSSC পদার্থবিজ্ঞান প্রশ্নোত্তর
- WBSSC Science Questions and Answers
- Physics Multiple Choice Questions in Bengali
- WBSSC SLST Preparation
- WBSSC Group C D Physics Practice Set
- WBSSC TET Science Questions
- WBSSC Physics Objective Question
50+ Physics MCQ Questions and Answers
1. 'Atom' (অ্যাটম) শব্দের অর্থ কি?
(A) বিভাজ্য
(B) অবিভাজ্য
(C) ক্ষুদ্রতম
(D) আয়ন
উত্তর: (B) অবিভাজ্য
2. লেন্সের ক্ষমতা পরিমাপ করার একক কি?
(A) ভোল্ট
(B) লাক্স
(C) ডায়াপ্টার
(D) ফ্যাদম
উত্তর: (C) ডায়াপ্টার
3. বলের একক কী?
(A) জুল
(B) ওয়াট
(C) পাস্কাল
(D) নিউটন
উত্তর: (D) নিউটন
4. হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
(A) আপেক্ষিক গুরুত্ব
(B) আপেক্ষিক আদ্রতা
(C) বায়ুমন্ডলের চাপ
(D) দুধের বিশুদ্ধতা
উত্তর: (B) আপেক্ষিক আদ্রতা
5. স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
(A) রক্তচাপ
(B) উষ্ণতা
(C) ভূকম্পনের তীব্রতা
(D) শব্দের প্রাবল্য
উত্তর: (A) রক্তচাপ
6. দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(A) ব্যারোমিটার
(B) হাইড্রোমিটার
(C) ল্যাকটোমিটার
(D) ক্যালোরিমিটার
উত্তর: (C) ল্যাকটোমিটার
7. ভরের অবিনাশিতা বা নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট হুক
(B) আর্কিমিডিস
(C) ল্যাভয়সিয়ে
(D) পাস্কাল
উত্তর: (C) ল্যাভয়সিয়ে
8. গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট বয়েল
(B) চার্লস
(C) গ্যালিলিও
(D) ওরস্টেড
উত্তর: (B) চার্লস
9. প্রোটন কণা কে আবিষ্কার করেন?
(A) জে জে থমসন
(B) রাদারফোর্ড
(C) চ্যাডউইক
(D) নীলস বোর
উত্তর: (B) রাদারফোর্ড
10. নিউট্রন কণা কে আবিষ্কার করেন?
(A) জে জে থমসন
(B) রাদারফোর্ড
(C) চ্যাডউইক
(D) মেন্ডেলিফ
উত্তর: (C) চ্যাডউইক
11. আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন?
(A) অ্যালবার্ট আইনস্টাইন
(B) আইজ্যাক নিউটন
(C) জোহান্স কেপলার
(D) মাইকেল ফ্যারাডে
উত্তর: (A) অ্যালবার্ট আইনস্টাইন
12. কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন?
(A) প্রফুল্লচন্দ্র রায়
(B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(C) মেঘনাথ সাহা
(D) হোমি জাহাঙ্গীর ভাবা
উত্তর: (B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
13. বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?
(A) জেমস ওয়াট
(B) জর্জ স্টিফেনসন
(C) হামফ্রে ডেভি
(D) টমাস আলভা এডিসন
উত্তর: (B) জর্জ স্টিফেনসন
14. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
(A) হেনরি বেকেরেল
(B) মাদাম কুরি
(C) মারকনি
(D) জন বেয়ার্ড
উত্তর: (A) হেনরি বেকেরেল
15. টেলিফোন কে আবিষ্কার করেন?
(A) জন বেয়ার্ড
(B) মারকনি
(C) টমাস আলভা এডিসন
(D) গ্রাহাম বেল
উত্তর: (D) গ্রাহাম বেল
16. কোন গ্রিক ফিলোসোফার বিজ্ঞানী 'Atom' কথাটি প্রথমবার ব্যবহার করেছিলেন?
(A) অ্যারিস্টটল
(B) প্লেটো
(C) ডেমোক্রিটাস
(D) ডালটন
উত্তর: (C) ডেমোক্রিটাস
17. ধারকত্বের একক কি?
(A) ফ্রারাড
(B) ভোল্ট
(C) ওহম
(D) হার্জ
উত্তর: (A) ফ্রারাড
18. বায়ুমণ্ডলীয় চাপের একক কি?
(A) ক্যারাট
(B) লাক্স
(C) বার
(D) ডায়াপ্টার
উত্তর: (C) বার
19. কার্য এবং শক্তির একক কি?
(A) ডাইন
(B) জুল
(C) ওয়াট
(D) পাস্কাল
উত্তর: (B) জুল
20. জলের গভীরতা পরিমাপ করার একক কি?
(A) গ্যালন
(B) ব্যারেল
(C) আংস্ট্রম
(D) ফ্যাদম
উত্তর: (D) ফ্যাদম
21. তাপের একক কি?
(A) কেলভিন
(B) পাস্কাল
(C) ক্যালোরি
(D) কুলম্ব
উত্তর: (C) ক্যালোরি
22. অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) কোষের তড়িচ্চালক বল
(B) ভর
(C) তড়িৎপ্রবাহ
(D) আপেক্ষিক গুরুত্ব
উত্তর: (C) তড়িৎপ্রবাহ
23. ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) গৃহীত বা বর্জিত তাপ
(B) উষ্ণতা
(C) তড়িৎ শক্তি
(D) আলোর বর্ণালী
উত্তর: (A) গৃহীত বা বর্জিত তাপ
24. সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) শব্দের প্রাবল্য
(B) ভূকম্পনের তীব্রতা
(C) তারের ব্যাস
(D) সূক্ষ্ম দৈর্ঘ্য
উত্তর: (B) ভূকম্পনের তীব্রতা
25. পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট হুক
(B) আর্কিমিডিস
(C) পাস্কাল
(D) ল্যাভয়সিয়ে
উত্তর: (A) রবার্ট হুক
26. সরল দোলকের গতি বিষয়ক সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট বয়েল
(B) চার্লস
(C) গ্যালিলিও
(D) ওরস্টেড
উত্তর: (C) গ্যালিলিও
27. পর্যায় সারণী কে আবিষ্কার করেন?
(A) নিউল্যান্ড
(B) মেন্ডেলিফ
(C) জে জে থমসন
(D) রাদারফোর্ড
উত্তর: (B) মেন্ডেলিফ
28. এক্স রশ্মি কে আবিষ্কার করেন?
(A) টলেমি
(B) স্নেল
(C) রন্টজেন
(D) জোহান্স কেপলার
উত্তর: (C) রন্টজেন
29. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?
(A) জেমস ওয়াট
(B) জর্জ স্টিফেনসন
(C) হামফ্রে ডেভি
(D) টমাস আলভা এডিসন
উত্তর: (D) টমাস আলভা এডিসন
30. টেলিভিশন কে আবিষ্কার করেন?
(A) জগদীশচন্দ্র বসু
(B) মারকনি
(C) জন বেয়ার্ড
(D) গ্রাহাম বেল
উত্তর: (C) জন বেয়ার্ড
31. রোধাঙ্কের একক কি?
(A) ওহম
(B) ভোল্ট
(C) ওহম মিটার
(D) ফ্রারাড
উত্তর: (C) ওহম মিটার (ওহম সেমি-ও সঠিক)
32. কম্পাঙ্কের একক কি?
(A) হার্জ
(B) রেডিয়ান
(C) লাক্স
(D) ক্যারাট
উত্তর: (A) হার্জ
33. ক্ষমতার একক কি?
(A) জুল
(B) ওয়াট
(C) নিউটন
(D) ডাইন
উত্তর: (B) ওয়াট
34. তরঙ্গদৈর্ঘ্যের একক কি?
(A) ক্যালোরি
(B) পাস্কাল
(C) কুলম্ব
(D) আংস্ট্রম
উত্তর: (D) আংস্ট্রম
35. তড়িদাধানের একক কি?
(A) কুলম্ব
(B) ভোল্ট
(C) ওহম
(D) ওয়াট
উত্তর: (A) কুলম্ব
36. পোটেনসিওমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) বায়ুমন্ডলের চাপ
(B) কোষের তড়িচ্চালক বল
(C) তড়িৎপ্রবাহ
(D) ভর
উত্তর: (B) কোষের তড়িচ্চালক বল
37. সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) ভর
(B) ভার
(C) ঝড়ের গতি
(D) আপেক্ষিক গুরুত্ব
উত্তর: (A) ভর
38. অ্যানিমোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) আপেক্ষিক আদ্রতা
(B) গৃহীত বা বর্জিত তাপ
(C) বাতাসের গতি
(D) উষ্ণতা
উত্তর: (C) বাতাসের গতি
39. ভিসকোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) তড়িৎ শক্তি
(B) সান্দ্রতা
(C) আলোর বর্ণালী
(D) শব্দতরঙ্গের কম্পাঙ্ক
উত্তর: (B) সান্দ্রতা
40. ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) সঠিক সময়
(B) দুধের বিশুদ্ধতা
(C) ভূকম্পনের তীব্রতা
(D) শব্দের প্রাবল্য
উত্তর: (A) সঠিক সময়
41. আল্টমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) সূক্ষ্ম দৈর্ঘ্য
(B) উচ্চতা
(C) আপেক্ষিক গুরুত্ব
(D) আপেক্ষিক আদ্রতা
উত্তর: (B) উচ্চতা
42. স্থির তরল বা গ্যাসে পদার্থের ভাসনের সূত্র কে আবিষ্কার করেন?
(A) ল্যাভয়সিয়ে
(B) রবার্ট হুক
(C) আর্কিমিডিস
(D) বার্নৌলি
উত্তর: (C) আর্কিমিডিস
43. কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন?
(A) ওয়েবার
(B) ম্যাক্স প্লাঙ্ক
(C) শ্রডিনজার
(D) ওহম
উত্তর: (B) ম্যাক্স প্লাঙ্ক
44. ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন?
(A) জে জে থমসন
(B) রাদারফোর্ড
(C) চ্যাডউইক
(D) নীলস বোর
উত্তর: (A) জে জে থমসন
45. গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেন?
(A) টলেমি
(B) স্নেল
(C) জোহান্স কেপলার
(D) মাইকেল ফ্যারাডে
উত্তর: (C) জোহান্স কেপলার
46. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন?
(A) অ্যালবার্ট আইনস্টাইন
(B) মাইকেল ফ্যারাডে
(C) আইজ্যাক নিউটন
(D) ভোল্টা
উত্তর: (C) আইজ্যাক নিউটন
47. পরমাণুবাদ কে আবিষ্কার করেন?
(A) জন ডালটন
(B) বসু
(C) মেঘনাথ সাহা
(D) কণাদ
উত্তর: (A) জন ডালটন
48. বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন?
(A) জেমস ওয়াট
(B) জর্জ স্টিফেনসন
(C) হামফ্রে ডেভি
(D) এডিয়ার
উত্তর: (A) জেমস ওয়াট
49. রেডিও (বেতার যন্ত্র) কে আবিষ্কার করেন?
(A) জগদীশচন্দ্র বসু
(B) মারকনি
(C) হেনরি বেকেরেল
(D) গ্রাহাম বেল
উত্তর: (B) মারকনি
50. পরমাণু বোমা কে আবিষ্কার করেন?
(A) হাইজেনবার্গ
(B) জেমস ওয়াট
(C) জজ স্টিফেনসন
(D) জে রবার্ট ওপেনহাইমার
উত্তর: (D) জে রবার্ট ওপেনহাইমার
❝WBSSC পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে সাধারণত 8–10 টি প্রশ্ন আসে। উপরের MCQ গুলো ভালো ভাবে প্রাকটিস করলে মৌলিক ধারণা আরও শক্তিশালী হবে। তাই নিয়মিত প্রাকটিস করো❞

Thank Sir
ReplyDelete