WBSSC Physics MCQ Questions and Answers in Bengali | পদার্থবিজ্ঞান MCQ

WBSSC Physics MCQ Questions and Answers in Bengali | পদার্থবিজ্ঞান MCQ

“WBSSC Physics MCQ Questions and Answers in Bengali – পদার্থবিজ্ঞান MCQ প্রশ্নোত্তর WBSSC পরীক্ষার জন্য”
Physics MCQ Questions and Answers

WBSSC (West Bengal School Service Commission) পরীক্ষার জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ Physics MCQ Questions and Answers নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে WBSSC Physics-এর গুরুত্বপূর্ণ টপিক, পূর্ববর্তী বছরের প্রশ্ন, এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ উত্তর পাবে। WBSSC TET, SLST, Assistant Teacher, Group-C, Group-D, Clerkship, RRB ও এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি দারুণ প্রস্তুতি সহায়ক গাইড হবে তোমাদের জন্য।

  • WBSSC Physics MCQ in Bengali
  • WBSSC পদার্থবিজ্ঞান প্রশ্নোত্তর
  • WBSSC Science Questions and Answers
  • Physics Multiple Choice Questions in Bengali
  • WBSSC SLST Preparation
  • WBSSC Group C D Physics Practice Set
  • WBSSC TET Science Questions
  • WBSSC Physics Objective Question


50+ Physics MCQ Questions and Answers

1. 'Atom' (অ্যাটম) শব্দের অর্থ কি?
(A) বিভাজ্য
(B) অবিভাজ্য
(C) ক্ষুদ্রতম
(D) আয়ন
উত্তর: (B) অবিভাজ্য


2. লেন্সের ক্ষমতা পরিমাপ করার একক কি?
(A) ভোল্ট
(B) লাক্স
(C) ডায়াপ্টার
(D) ফ্যাদম
উত্তর: (C) ডায়াপ্টার


3. বলের একক কী?
(A) জুল
(B) ওয়াট
(C) পাস্কাল
(D) নিউটন
উত্তর: (D) নিউটন


4. হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
(A) আপেক্ষিক গুরুত্ব
(B) আপেক্ষিক আদ্রতা
(C) বায়ুমন্ডলের চাপ
(D) দুধের বিশুদ্ধতা
উত্তর: (B) আপেক্ষিক আদ্রতা


5. স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
(A) রক্তচাপ
(B) উষ্ণতা
(C) ভূকম্পনের তীব্রতা
(D) শব্দের প্রাবল্য
উত্তর: (A) রক্তচাপ


6. দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(A) ব্যারোমিটার
(B) হাইড্রোমিটার
(C) ল্যাকটোমিটার
(D) ক্যালোরিমিটার
উত্তর: (C) ল্যাকটোমিটার


7. ভরের অবিনাশিতা বা নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট হুক
(B) আর্কিমিডিস
(C) ল্যাভয়সিয়ে
(D) পাস্কাল
উত্তর: (C) ল্যাভয়সিয়ে


8. গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট বয়েল
(B) চার্লস
(C) গ্যালিলিও
(D) ওরস্টেড
উত্তর: (B) চার্লস


9. প্রোটন কণা কে আবিষ্কার করেন?
(A) জে জে থমসন
(B) রাদারফোর্ড
(C) চ্যাডউইক
(D) নীলস বোর
উত্তর: (B) রাদারফোর্ড


10. নিউট্রন কণা কে আবিষ্কার করেন?
(A) জে জে থমসন
(B) রাদারফোর্ড
(C) চ্যাডউইক
(D) মেন্ডেলিফ
উত্তর: (C) চ্যাডউইক


11. আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন?
(A) অ্যালবার্ট আইনস্টাইন
(B) আইজ্যাক নিউটন
(C) জোহান্স কেপলার
(D) মাইকেল ফ্যারাডে
উত্তর: (A) অ্যালবার্ট আইনস্টাইন


12. কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন?
(A) প্রফুল্লচন্দ্র রায়
(B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(C) মেঘনাথ সাহা
(D) হোমি জাহাঙ্গীর ভাবা
উত্তর: (B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী


13. বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?
(A) জেমস ওয়াট
(B) জর্জ স্টিফেনসন
(C) হামফ্রে ডেভি
(D) টমাস আলভা এডিসন
উত্তর: (B) জর্জ স্টিফেনসন


14. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
(A) হেনরি বেকেরেল
(B) মাদাম কুরি
(C) মারকনি
(D) জন বেয়ার্ড
উত্তর: (A) হেনরি বেকেরেল


15. টেলিফোন কে আবিষ্কার করেন?
(A) জন বেয়ার্ড
(B) মারকনি
(C) টমাস আলভা এডিসন
(D) গ্রাহাম বেল
উত্তর: (D) গ্রাহাম বেল


16. কোন গ্রিক ফিলোসোফার বিজ্ঞানী 'Atom' কথাটি প্রথমবার ব্যবহার করেছিলেন?
(A) অ্যারিস্টটল
(B) প্লেটো
(C) ডেমোক্রিটাস
(D) ডালটন
উত্তর: (C) ডেমোক্রিটাস


17. ধারকত্বের একক কি?
(A) ফ্রারাড
(B) ভোল্ট
(C) ওহম
(D) হার্জ
উত্তর: (A) ফ্রারাড


18. বায়ুমণ্ডলীয় চাপের একক কি?
(A) ক্যারাট
(B) লাক্স
(C) বার
(D) ডায়াপ্টার
উত্তর: (C) বার


19. কার্য এবং শক্তির একক কি?
(A) ডাইন
(B) জুল
(C) ওয়াট
(D) পাস্কাল
উত্তর: (B) জুল


20. জলের গভীরতা পরিমাপ করার একক কি?
(A) গ্যালন
(B) ব্যারেল
(C) আংস্ট্রম
(D) ফ্যাদম
উত্তর: (D) ফ্যাদম


21. তাপের একক কি?
(A) কেলভিন
(B) পাস্কাল
(C) ক্যালোরি
(D) কুলম্ব
উত্তর: (C) ক্যালোরি


22. অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) কোষের তড়িচ্চালক বল
(B) ভর
(C) তড়িৎপ্রবাহ
(D) আপেক্ষিক গুরুত্ব
উত্তর: (C) তড়িৎপ্রবাহ


23. ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) গৃহীত বা বর্জিত তাপ
(B) উষ্ণতা
(C) তড়িৎ শক্তি
(D) আলোর বর্ণালী
উত্তর: (A) গৃহীত বা বর্জিত তাপ


24. সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) শব্দের প্রাবল্য
(B) ভূকম্পনের তীব্রতা
(C) তারের ব্যাস
(D) সূক্ষ্ম দৈর্ঘ্য
উত্তর: (B) ভূকম্পনের তীব্রতা


25. পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট হুক
(B) আর্কিমিডিস
(C) পাস্কাল
(D) ল্যাভয়সিয়ে
উত্তর: (A) রবার্ট হুক


26. সরল দোলকের গতি বিষয়ক সূত্র কে আবিষ্কার করেন?
(A) রবার্ট বয়েল
(B) চার্লস
(C) গ্যালিলিও
(D) ওরস্টেড
উত্তর: (C) গ্যালিলিও


27. পর্যায় সারণী কে আবিষ্কার করেন?
(A) নিউল্যান্ড
(B) মেন্ডেলিফ
(C) জে জে থমসন
(D) রাদারফোর্ড
উত্তর: (B) মেন্ডেলিফ


28. এক্স রশ্মি কে আবিষ্কার করেন?
(A) টলেমি
(B) স্নেল
(C) রন্টজেন
(D) জোহান্স কেপলার
উত্তর: (C) রন্টজেন


29. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?
(A) জেমস ওয়াট
(B) জর্জ স্টিফেনসন
(C) হামফ্রে ডেভি
(D) টমাস আলভা এডিসন
উত্তর: (D) টমাস আলভা এডিসন


30. টেলিভিশন কে আবিষ্কার করেন?
(A) জগদীশচন্দ্র বসু
(B) মারকনি
(C) জন বেয়ার্ড
(D) গ্রাহাম বেল
উত্তর: (C) জন বেয়ার্ড


31. রোধাঙ্কের একক কি?
(A) ওহম
(B) ভোল্ট
(C) ওহম মিটার
(D) ফ্রারাড
উত্তর: (C) ওহম মিটার (ওহম সেমি-ও সঠিক)


32. কম্পাঙ্কের একক কি?
(A) হার্জ
(B) রেডিয়ান
(C) লাক্স
(D) ক্যারাট
উত্তর: (A) হার্জ


33. ক্ষমতার একক কি?
(A) জুল
(B) ওয়াট
(C) নিউটন
(D) ডাইন
উত্তর: (B) ওয়াট


34. তরঙ্গদৈর্ঘ্যের একক কি?
(A) ক্যালোরি
(B) পাস্কাল
(C) কুলম্ব
(D) আংস্ট্রম
উত্তর: (D) আংস্ট্রম


35. তড়িদাধানের একক কি?
(A) কুলম্ব
(B) ভোল্ট
(C) ওহম
(D) ওয়াট
উত্তর: (A) কুলম্ব


36. পোটেনসিওমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) বায়ুমন্ডলের চাপ
(B) কোষের তড়িচ্চালক বল
(C) তড়িৎপ্রবাহ
(D) ভর
উত্তর: (B) কোষের তড়িচ্চালক বল


37. সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) ভর
(B) ভার
(C) ঝড়ের গতি
(D) আপেক্ষিক গুরুত্ব
উত্তর: (A) ভর


38. অ্যানিমোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) আপেক্ষিক আদ্রতা
(B) গৃহীত বা বর্জিত তাপ
(C) বাতাসের গতি
(D) উষ্ণতা
উত্তর: (C) বাতাসের গতি


39. ভিসকোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) তড়িৎ শক্তি
(B) সান্দ্রতা
(C) আলোর বর্ণালী
(D) শব্দতরঙ্গের কম্পাঙ্ক
উত্তর: (B) সান্দ্রতা


40. ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) সঠিক সময়
(B) দুধের বিশুদ্ধতা
(C) ভূকম্পনের তীব্রতা
(D) শব্দের প্রাবল্য
উত্তর: (A) সঠিক সময়


41. আল্টমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়?
(A) সূক্ষ্ম দৈর্ঘ্য
(B) উচ্চতা
(C) আপেক্ষিক গুরুত্ব
(D) আপেক্ষিক আদ্রতা
উত্তর: (B) উচ্চতা


42. স্থির তরল বা গ্যাসে পদার্থের ভাসনের সূত্র কে আবিষ্কার করেন?
(A) ল্যাভয়সিয়ে
(B) রবার্ট হুক
(C) আর্কিমিডিস
(D) বার্নৌলি
উত্তর: (C) আর্কিমিডিস


43. কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন?
(A) ওয়েবার
(B) ম্যাক্স প্লাঙ্ক
(C) শ্রডিনজার
(D) ওহম
উত্তর: (B) ম্যাক্স প্লাঙ্ক


44. ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন?
(A) জে জে থমসন
(B) রাদারফোর্ড
(C) চ্যাডউইক
(D) নীলস বোর
উত্তর: (A) জে জে থমসন


45. গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেন?
(A) টলেমি
(B) স্নেল
(C) জোহান্স কেপলার
(D) মাইকেল ফ্যারাডে
উত্তর: (C) জোহান্স কেপলার


46. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন?
(A) অ্যালবার্ট আইনস্টাইন
(B) মাইকেল ফ্যারাডে
(C) আইজ্যাক নিউটন
(D) ভোল্টা
উত্তর: (C) আইজ্যাক নিউটন


47. পরমাণুবাদ কে আবিষ্কার করেন?
(A) জন ডালটন
(B) বসু
(C) মেঘনাথ সাহা
(D) কণাদ
উত্তর: (A) জন ডালটন


48. বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন?
(A) জেমস ওয়াট
(B) জর্জ স্টিফেনসন
(C) হামফ্রে ডেভি
(D) এডিয়ার
উত্তর: (A) জেমস ওয়াট


49. রেডিও (বেতার যন্ত্র) কে আবিষ্কার করেন?
(A) জগদীশচন্দ্র বসু
(B) মারকনি
(C) হেনরি বেকেরেল
(D) গ্রাহাম বেল
উত্তর: (B) মারকনি


50. পরমাণু বোমা কে আবিষ্কার করেন?
(A) হাইজেনবার্গ
(B) জেমস ওয়াট
(C) জজ স্টিফেনসন
(D) জে রবার্ট ওপেনহাইমার
উত্তর: (D) জে রবার্ট ওপেনহাইমার



❝WBSSC পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে সাধারণত  8–10 টি প্রশ্ন আসে। উপরের MCQ গুলো ভালো ভাবে প্রাকটিস করলে মৌলিক ধারণা আরও শক্তিশালী হবে। তাই নিয়মিত প্রাকটিস করো❞


1 Comments

Post a Comment
Previous Post Next Post