WBP SI GK প্রশ্নোত্তর ২০২৫ | Bengali Practice Set | WBP প্রস্তুতি
পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর (WBP SI) পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এতে সাফল্য পেতে হলে সব বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান (GK) অংশে ভালো করতে হবে। এই বিভাগে দ্রুত উত্তর দেওয়া সম্ভব, ফলে কম সময়ে বেশি নম্বর পাওয়া যায়।
আজকের এই ব্লগে আমরা তোমার জন্য এনেছি কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর, যা WBP SI প্রিলিম ও মেইনস পরীক্ষার জন্য।
Bengali GK MCQ
সাধারণ জ্ঞান বিভাগে মূলত ভারত এবং পশ্চিমবঙ্গের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বর্তমান ঘটনা, বিজ্ঞান, সংবিধান ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসে। এই বিভাগে দ্রুত ও সঠিক উত্তর দেওয়া যায়, যদি আপনার প্রস্তুতি ভালো থাকে। ফলে এই অংশে বেশি নম্বর পেতে পারলে সামগ্রিক র্যাঙ্ক উন্নত হয়।
WBP SI GK Question Answer
1. অস্ট্রিয়ার রাজধানীর নাম কি?
- ভিয়েনা
- মাস্কাট
- ওয়ারস
- মানামা
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. ভিয়েনা
2. ভারতের জিন্না হাউস কোথায় অবস্থিত?
- দিল্লি
- মুম্বাই
- চেন্নাই
- ব্যাঙ্গালোর
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. মুম্বাই
3. খালসা কে প্রতিষ্ঠা করেন?
- গুরু গোবিন্দ সিং
- গুরু অর্জুন
- গুরু তেগবাহাদুর
- গুরু অঙ্গত
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. গুরু গোবিন্দ সিং
4. নীচের কোনটি মনিপুরে অবস্থিত?
- উলার
- লোকটাক
- চিলকা
- ভেম্বানদা
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. লোকটাক
5. কোন জাতীয় উদ্যান হাতির জন্য বিখ্যাত?
- কানহা
- পেরিয়ার
- জলদাপাড়া
- কাজিরাঙ্গা
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. পেরিয়ার
6. হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- ইউক্রেন
- ইন্দোনেশিয়া
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. ফিনল্যান্ড
7. রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ কটি?
- 191
- 193
- 197
- 201
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. 193
8. নীচের কোনটি বানভট্টের লেখা?
- হর্ষচরিত
- কাদম্বরী
- পর্বত পরিনয়
- সবকটি
উত্তর দেখুন
সঠিক উত্তর: d. সবকটি
9. অলিন্দ যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
- 1933
- 1925
- 1930
- 1935
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. 1930
10. ভারতে প্রথম সংবাদপত্র কখন প্রকাশিত হয়?
- 1780
- 1818
- 1790
- 1805
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. 1780
11. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল?
- কৃষ্ণা
- লুনি
- কাবেরী
- মহানদী
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. লুনি
12. ভারতের হেরিটেজ সিটি কাকে বলা হয়?
- মাইশোর
- জয়পুর
- সুরাট
- যোধপুর
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. জয়পুর
13. পূর্ব রেলওয়ে কবে প্রতিষ্ঠিত হয়?
- 1853
- 1883
- 1950
- 1952
উত্তর দেখুন
সঠিক উত্তর: d. 1952
14. সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কবে?
- 1947
- 1950
- 1975
- 2000
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. 1975
15. সংবাদ কৌমুদী কার সঙ্গে সম্পর্ক যুক্ত?
- রামমোহন রায়
- মধুসূদন দত্ত
- বঙ্কিমচন্দ্র
- অরবিন্দ
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. রামমোহন রায়
16. নীচের কে বলেন “আমার জীবনই আমার বাণী”?
- জওহরলাল নেহেরু
- মতিলাল নেহেরু
- দাদভাই নৌরজি
- মহাত্মা গান্ধী
উত্তর দেখুন
সঠিক উত্তর: d. মহাত্মা গান্ধী
17. মধুবনী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়?
- বিহার
- ঝাড়খন্ড
- রাজস্থান
- কেরালাম
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. বিহার
18. মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি?
- ব্রজঙ্গনা
- বীরাঙ্গনা
- অভিষেক
- কোনটিই নয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. বীরাঙ্গনা
19. ভারতীয় মূল সংবিধানে কয়টি ভাষা ছিল?
- 10
- 22
- 19
- 14
উত্তর দেখুন
সঠিক উত্তর: d. 14
20. তুরস্কের জাতীয় খেলার নাম কি?
- গল্ফ
- রাগবি
- রেসলিং
- বাস্কেটবল
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. রেসলিং
21. অর্জুন পুরস্কার কত সালে চালু হয়?
- 1961
- 1861
- 1955
- 1945
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. 1961
22. রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন?
- ভিটামিন A
- ভিটামিন D
- ভিটামিন E
- ভিটামিন K
উত্তর দেখুন
সঠিক উত্তর: d. ভিটামিন K
23. -273°C উষ্ণতায় পৌঁছানোর আগেই সব গ্যাস ____ হয়।
- তরল
- কঠিন
- বাষ্প
- জল
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. তরল
24. বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
- বীরভূম
- বাঁকুড়া
- পুরুলিয়া
- ঝাড়গ্রাম
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. বীরভূম
25. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাস রয়েছে?
- ট্রপোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
- মেসোস্ফিয়ার
- আয়নোস্ফিয়ার
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. স্ট্র্যাটোস্ফিয়ার
26. ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল?
- 1975
- 1884
- 1984
- 1994
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. 1984
27. সাইলেন্ট ভ্যালি উপত্যকা কোথায় অবস্থিত?
- কেরালাম
- কর্নাটক
- মিজোরাম
- নাগাল্যান্ড
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. কেরালাম
28. রুদ্রদমন কোন বংশের শাসক ছিলেন?
- শক
- পল্লব
- মৌর্য
- কুষাণ
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. শক
29. আলোক প্রবাহের একক কি?
- ক্যান্ডেলা
- লুমেন
- অ্যাংস্ট্রম
- কোনটিই নয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. লুমেন
30. সি ভি রমন কবে নোবেল পান?
- 1913
- 1930
- 1954
- 1969
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. 1930
31. কালকূট ছদ্মনামে কে লিখতেন?
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- প্রমথ চৌধুরী
- সমরেশ বসু
- সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. সমরেশ বসু
32. গান্ধী শান্তি পুরস্কারে কত টাকা দেওয়া হয়?
- ১০ লক্ষ
- ৫০ লক্ষ
- ২৫ লক্ষ
- ১ কোটি
উত্তর দেখুন
সঠিক উত্তর: d. ১ কোটি
33. বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়?
- ১০ জানুয়ারী
- ১২ জানুয়ারী
- ১৫ জানুয়ারী
- ২৫ জানুয়ারী
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. ১০ জানুয়ারী
34. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
- সহস্রধারা
- ধুয়াধার
- কুঞ্চিকল
- কোনটিই নয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. কুঞ্চিকল
35. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপিত হয়?
- 1987
- 1897
- 1899
- 1997
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. 1897
36. কোনটি হ্যালোজেন মৌল নয়?
- ফ্লুরিন
- রেডন
- ব্রোমিন
- ক্লোরিন
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. রেডন
37. ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি?
- রেটিনল
- থায়ামিন
- রাইবোফ্ল্যাভিন
- টোকোফেরল
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. রাইবোফ্ল্যাভিন
38. নীচের কে আকবরের রাজসভায় আসেন?
- মানুচি
- র্যালফ ফিচ
- হকিন্স
- তাভারনিয়ে
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. র্যালফ ফিচ
39. নীচের কোনটিতে টারটারিক অ্যাসিড থাকে?
- বেল
- আঙ্গুর
- আপেল
- তেঁতুল
উত্তর দেখুন
সঠিক উত্তর: d. তেঁতুল
40. তড়িৎ বিভবের একক কি?
- পাস্কাল
- ওহম
- ভোল্ট
- ওয়াট
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. ভোল্ট
41. নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
- উত্তর প্রদেশ
- অরুণাচল প্রদেশ
- হিমাচল প্রদেশ
- উত্তরাখন্ড
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. অরুণাচল প্রদেশ
42. লোদী বংশের শেষ রাজা কে ছিল?
- সিকান্দার লোদী
- বহলুল লোদী
- ইব্রাহিম লোদী
- কোনটিই নয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. ইব্রাহিম লোদী
43. বর্তমান FIFA Ranking এ ভারতের স্থান?
- 106
- 110
- 117
- 121
উত্তর দেখুন
সঠিক উত্তর: (দ্রষ্টব্য: এই র্যাঙ্কিং পরিবর্তনশীল। সর্বশেষ র্যাঙ্কিং চেক করুন।)
44. রাজনগর কোন নদীর তীরে অবস্থিত?
- কংসাবতী
- দামোদর
- ময়ূরাক্ষী
- অজয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. ময়ূরাক্ষী
45. পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোথায়?
- শিলিগুড়ি
- হাওড়া
- কলকাতা
- আসানসোল
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. কলকাতা
46. ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
- ২৬ জানুয়ারি
- ১৫ আগস্ট
- ২ অক্টোবর
- ১৪ নভেম্বর
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. ১৫ আগস্ট
47. 'জন গণ মন' কে রচনা করেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সুভাষ চন্দ্র বসু
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. রবীন্দ্রনাথ ঠাকুর
48. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
- সিরাজউদ্দৌলা
- মুর্শিদ কুলি খান
- আলীবর্দী খান
- শাহ সুজা
উত্তর দেখুন
সঠিক উত্তর: a. সিরাজউদ্দৌলা
49. ভারতের জাতীয় খেলা কী?
- ক্রিকেট
- কাবাডি
- হকি
- ফুটবল
উত্তর দেখুন
সঠিক উত্তর: c. হকি
50. 'পঞ্চায়েতি রাজ' ব্যবস্থার সূচনা কোন রাজ্যে প্রথম হয়?
- মহারাষ্ট্র
- রাজস্থান
- পাঞ্জাব
- গুজরাট
উত্তর দেখুন
সঠিক উত্তর: b. রাজস্থান
