সেরা 50 টি ভূগোল জিকে MCQ : Geography GK MCQ Bangla

Geography GK MCQ ভূগোল সাধারণ জ্ঞান প্রশ্ন

geography gk mcq bangla question paper


ভূগোল হলো সাধারণ জ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা—যেমন WBCS, PSC, SSC, রেল বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য—ভূগোল থেকে প্রশ্ন আসেই। এই নিবন্ধে আমরা বিশ্ব ও ভারতের ভূগোল-এর ওপর ভিত্তি করে বাছাই করা 50 টি সেরা Geography GK MCQ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি শুধুমাত্র আপনার প্রস্তুতি যাচাই করবে না, বরং গুরুত্বপূর্ণ টপিকগুলি সম্পর্কে আপনার ধারণা আরও স্পষ্ট করবে।


Geography GK MCQ

1. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীল নদ


2. বিশ্বের সর্ববৃহৎ নদী অববাহিকা কোনটি?
উত্তর: আমাজন নদী

3. বিশ্বের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?
উত্তর: আমাজন নদী

4. বিশ্বে সবচেয়ে গভীর হ্রদ কোনটি?
উত্তর: বৈকাল হ্রদ (রাশিয়া)

5. ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ভলগা নদী

6. জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নভূমিকে কী বলা হয়?
উত্তর: প্লাবনভূমি

7. প্লাবন সমভূমি কোন নদী দ্বারা বেশি গঠিত হয়?
উত্তর: ব্রহ্মপুত্র

8. নদের উপরিস্তরের ক্ষয়কে কী বলে?
উত্তর: উল্লম্ব ক্ষয়

9. নদের পাশে পাশে বিস্তার লাভকারী ক্ষয়কে বলে?
উত্তর: পার্শ্ব ক্ষয়

10. নদের ক্ষয়, বয়ন, সঞ্চয়ের সম্মিলিত ভূমিরূপ কী নামে পরিচিত?
উত্তর: উপত্যকা

11. নদের মুখে সঞ্চয় হওয়া ভূমিরূপকে কী বলা হয়?
উত্তর: বদ্বীপ

12. কোন নদীর বদ্বীপ ত্রিভুজাকৃতির?
উত্তর: গঙ্গা-ব্রহ্মপুত্র

13. নদের মোহনায় পাখার মত সঞ্চয় হলে তাকে কী বলে?
উত্তর: ফ্যান বদ্বীপ

14. চৌম্বক শিলাকে কী বলা হয়?
উত্তর: ম্যাগনেটাইট

15. পাথরের টুকরোকে ছোটো ছোটো দানায় পরিণত করার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: আবহাওয়াজনিত ভাঙ্গন

16. হিমবাহের শেষ সঞ্চয় ভূমিরূপ কী?
উত্তর: টার্মিনাল মরেইন

17. নদের দ্বারা গঠিত অর্ধচন্দ্রাকৃতি হ্রদের নাম কী?
উত্তর: অক বে (Ox-bow lake)

18. হিমবাহ কর্তৃক সৃষ্টি অর্ধচন্দ্রাকার গর্তকে কী বলা হয়?
উত্তর: সার্ক

19. হিমবাহ দ্বারা গঠিত ছোট ছোট পাহাড়সমূহকে কী বলা হয়?
উত্তর: ড্রামলিন

20. হিমবাহজনিত সরণি ভূমির নাম কী?
উত্তর: এস্কার

21. পাথরের স্তম্ভের মত আকৃতি যেটি বাতাস দ্বারা গঠিত হয় –
উত্তর: গৌর (Hoodoo)

22. মরু অঞ্চলের ক্ষয়প্রাপ্ত পাথরের সমতল ভূমিকে কী বলা হয়?
উত্তর: পেডিমেন্ট

23. ছিন্ন বিচ্ছিন্ন পর্বতশৃঙ্গের অংশবিশেষকে কী বলে?
উত্তর: ইনসেলবার্জ

24. মরু অঞ্চলে তীর্যকভাবে বয়ে যাওয়া বালিয়াড়িকে কী বলা হয়?
উত্তর: তির্যক বালিয়াড়ি

25. নদের দ্বারা উৎপন্ন গহ্বরবিশেষকে কী বলে?
উত্তর: প্রপাতকূপ

26. পার্বত্য নদীর খাড়া ঢালে দেখা যায় যে জলপ্রপাত –
উত্তর: ব্লক জলপ্রপাত

27. সমুদ্রের উপকূল বরাবর ক্ষয়ের ফলে তৈরি হয় যে গুহা –
উত্তর: উপকূলীয় গুহা

28. টানেলের মতো ক্ষয় সৃষ্টি হলে তাকে বলে –
উত্তর: আরচ

29. গম্বুজ আকৃতির ক্ষয়িত পর্বতকে কী বলা হয়?
উত্তর: বর্নহার্ড

30. বায়ুর ঘর্ষণে পাথরের নিচের দিক ক্ষয় হলে যেটি ছাতার মতো দেখায় –
উত্তর: ছাতামতো গঠন (Pedestal rock)

31. বার্খান বালিয়াড়ির মূল বৈশিষ্ট্য কী?
উত্তর: অর্ধচন্দ্রাকৃতি আকৃতি

32. মরু অঞ্চলের শুষ্ক নদীখাত –
উত্তর: ওয়াদি

33. সমুদ্রতটে ঢেউয়ের সঞ্চয়ে গঠিত ভূমিরূপ –
উত্তর: বালুকাবেলা (Beach)

34. সাগরের ঢেউ দ্বারা নির্মিত উঁচু দেয়াল –
উত্তর: সমুদ্র বাঁধ (Sea wall)

35. প্রবাল দ্বারা গঠিত গোলাকার দ্বীপ –
উত্তর: অ্যাটল (Atoll)

36. প্রবাল দ্বীপের মূল প্রজাতি কী?
উত্তর: পলিপ

37. ডেল্টা অঞ্চল গঠনের আদর্শ পরিবেশ কী?
উত্তর: নদী ও সমুদ্রের মিলনস্থলে সঞ্চয় প্রবণ এলাকা

38. সমুদ্রের নিচু খাতকে কী বলা হয়?
উত্তর: মহাসাগরীয় খাদ (Trench)

39. ভূমিকম্প পরিমাপের যন্ত্র –
উত্তর: সিসমোগ্রাফ

40. আগ্নেয়গিরির শঙ্কু গঠনের কারণ কী?
উত্তর: লাভা ও ছাইয়ের স্তর সঞ্চিত হওয়া

41. লাভা ঠান্ডা হয়ে তৈরি পাথর –
উত্তর: আগ্নেয় শিলা

42. স্তরবিন্যাস দেখা যায় কোন শিলায়?
উত্তর: পাললিক শিলা

43. পর্বত গঠনের প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: অরোজেনি

44. ভূত্বকের টুকরোগুলিকে কী বলে?
উত্তর: টেকটোনিক প্লেট

45. ভারতীয় উপমহাদেশ কোন প্লেটের অন্তর্গত?
উত্তর: ভারতীয় প্লেট

46. পৃথিবীর অভ্যন্তরের সবচেয়ে গরম স্তর –
উত্তর: অন্তঃকর্ণ (Inner core)

47. হিমবাহ কিভাবে তৈরি হয়?
উত্তর: দীর্ঘসময় ধরে তুষার জমে চাপ ও ঠাণ্ডায় বরফে পরিণত হয়ে

48. গ্রহাণু ও ধূমকেতুর পতনে গঠিত গর্ত –
উত্তর: ক্রেটার

49. আগ্নেয় শিলার দুটি উদাহরণ –
উত্তর: গ্রানাইট, ব্যাসল্ট

50. টেকটোনিক প্লেট সংঘর্ষের ফলে যে পর্বত গঠিত হয় –
উত্তর: ভাঁজ পর্বত (Fold mountain)

*

Post a Comment (0)
Previous Post Next Post